কষ্ট

কষ্ট (জুন ২০১১)

আবু ইউসুফ ফয়সাল
  • ১৬
  • 0
  • ৮০
কষ্ট পেতে চাই গো আমি কষ্ট পেতে চাই,
কেউ কি আমায় একটু কষ্ট ধার দিতে পার ভাই ?
ধার না দিলে কষ্ট আমি কিনে নিতে চাই,
তবুও কষ্ট পেতে চাই গো আমি কষ্ট পেতে চাই।
আঁধার কাটার পর যেমন আলোর ঝলক ভাসে,
কষ্ট ভোগের পর তেমন সুখ পাখি আসে।
আমি একবার কষ্টের খোঁজে বাজারে গিয়েছিলাম,
কষ্ট বাজারের এখানে, ওখানে, সেখানে খুঁজেছিলাম,
অবশেষে এক দুঃখীর কাছে কষ্ট পেয়েছিলাম,
দরদাম না করে তার কাছ থেকে কষ্ট কিনেছিলাম।
সেই কষ্ট দিয়ে আমি কষ্টের মজা বুঝব,
কষ্ট ফুরিয়ে গেলে আমি আবার কষ্ট খুঁজব।
একবার আমি দেখলাম এক ভিক্ষারির ভীষণ কষ্ট,
অন্ন পায়না, বস্র পায়না, পেলেও তা হয় নষ্ট।
পেটের দায়ে করতে হয় তাকে কষ্টের এই কাজটি,
তাইতো সে ভুলে গিয়েছে এই কাজের লাজটি।
ভিক্ষাবৃত্তি কলঙ্ক জেনেও তাকে এই কষ্ট করতে হয়,
সে কি পারবে এই কষ্টকে করতে কখনও জয় ?
কষ্টের ফলে কেউবা হয়েছে পথহারা, পথভ্রষ্ট,
কেউবা হয়েছে দিশেহারা আর কেউবা হয়েছে নষ্ট।
কষ্ট করে কেউবা পেয়েছে কষ্ট ভরা থলে,
যার আগুনে সেই মানুষটি ধিকে-ধিকে জ্বলে।
কষ্ট করে কেউবা পেয়েছে সুখের সমাহার,
আবার হয়তো কেউ পেয়েছে সুধুই ধিক্কার।
এইযে এতো কষ্ট পাওয়া সব-ই সুখের জন্য,
কষ্টের পর সুখ আসলে জীবন হয় তখন ধন্য।
কষ্ট ছাড়া সুখ লাভ হয়নি কোনোদিন,
এই কাজটি ভবিষ্যতেও হবেনা কোনোদিন।
তাইতো আমি ভালবাসি আগে কষ্ট পেতে,
তারপর আমি ব্যস্ত থাকব শুধুই সুখ ভোগেতে।
কষ্ট একটি সাধারণ জিনিস যা সবাইকে পেতে হয়,
তাহলে আমরা কষ্ট দেখে পাই কেন এতো ভয় ?
কষ্টের পর একদিন তো আসবেই সেই সুখ,
তখন না হয় ভুলে যাব মোরা কষ্টের সেই দুখ।
কষ্ট আসবে কষ্ট যাবে, এটাই তো জগতের নীতি,
তাইতো আমি সকলকেই বলি- দূর করতে এই কষ্টের ভীতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sumon miah বিশাল কষ্ট .........।ভালো ।
উপকুল দেহলভি কবিতাটি খুব ভালো লাগলো, সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
মোঃ মিজানুর রহমান তুহিন অনেক কষ্ট করে লিখেছেন অনেক বড় একটা কবিতা,চেষ্টা করলে অনেক বড় হতে পারবেন
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) ভালো একটি কবিতা । চালিয়ে যান
মোঃ আক্তারুজ্জামান ওহে বালক, তোমাকে শুধু একটি কথাই বলার আছে- লিখে যাও আর পড়ে যাও| হতেই হবে, একদিন সব হবে| তাল, লয়, সুর নয় বেশি দূর......
মিজানুর রহমান রানা এইযে এতো কষ্ট পাওয়া সব-ই সুখের জন্য, কষ্টের পর সুখ আসলে জীবন হয় তখন ধন্য।----------------ভাইয়া, তোমাকে কবিতার জন্যে অভিনন্দন। ভোট দিয়েছি।
শিশির সিক্ত পল্লব কষ্ট আসবে কষ্ট যাবে, এটাই তো জগতের নীতি, তাইতো আমি সকলকেই বলি- দূর করতে এই কষ্টের ভীতি....কিন্তু সম্ভব নই তো......খুব ভালো
আশা ভালোই লাগল।
আবু ওয়াফা মোঃ মুফতি কৈশোরেই হয়ে গেলে কবি ! তোমার মধ্যে দেখতে পাচ্ছি মহাকবির প্রতিচ্ছবি | পড় আর লেখ, লেখ আর পড় সাধনায় সত্যি হয় সবই|
মামুন ম. আজিজ সুন্দর কবিতা লিখতে পার তুমি। তোমার হবে। চালিয়ে যেও। ...প্রথম লাইনটা পড়েই সেই বিখ্যাত কবিতাটার কথা মনে পড়ে গেলো-----কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, সাদা কষ্ট , লালা কষ্ট....

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪